Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। প্রথমে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় নেওয়ার কথা থাকলেও এখন তা বিকেলে নেওয়া হবে। রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময় সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এবার পরীক্ষা বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা বিকেল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের কেন্দ্রের প্রবেশ করতে হবে দুপুর ২টার মধ্যে। ২টা ৩০ মিনিটের পর কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করা হবে। ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করার জন্য পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। ওএমআর উত্তরপত্র পূরণে কালো বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।