রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন বাছাইয়ের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পার্টির (জাপা) এক প্রার্থীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানান। তবে জেলা প্রশাসক এ দাবিকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এতে সেখানে উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। এ পরিস্থিতিতে আখতার হোসেন অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।