জাতীয় পার্টির মনোনয়ন কোনোভাবেই গ্রহণ করা যাবে না বলে মন্তব্য করেছেন জুলাই মঞ্চের সদস্যরা। তাদের দাবি, এই দল আওয়ামী লীগের সহযোগী ছিলো। নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ মানেই হলো আওয়ামী লীগের অংশগ্রহণ।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই মঞ্চের সদস্যরা।
তারা বলেন, শহীদ হাদি হত্যাসহ জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সবার বিচার করতে হবে। হাসিনা আমলের লোকগুলো এখনও সব প্রতিষ্ঠানে বসা। তারা আবার জুলাই যোদ্ধাদের ওপর ক্ষেপে উঠছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে।
জুলাই মঞ্চের সদস্যরা বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। এ ছাড়াও ভারতের সহায়তায় আওয়ামী লীগ আবার ফিরে আসতে চাচ্ছে।
জাতীয় পার্টি নির্বাচনে আসলে আরেকটি জুলাই আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই মঞ্চের সদস্যরা।