Image description

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান যেন অবিকল খালেদা জিয়া- এমন মন্তব্য করেছেন তৎকালীন বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

শুক্রবার (২ জানুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবদাল আহমেদ লিখেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার খুব আদরের নাতনি জাইমা। তার জন্মের খবরে খালেদা জিয়া এতটাই আনন্দিত হয়েছিলেন যে, ভারত সফর থেকে ঢাকা বিমান বন্দরে নেমেই সরাসরি চলে যান রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নাতনিকে দেখতে। হাসপাতালে তাকে কোলে তুলে নেন মমতার পরশে। পরদিন খুশিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে সব সহকর্মী, কর্মকর্তা-কর্মচারীকে বড় বড় রসগোল্লা খাওয়ান।’

তিনি লিখেছেন, ‘২০০১ সালের নির্বাচনে জাইমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভোটকেন্দ্রে ধানের শীষে ভোট দেন। সেই জাইমা লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতক এবং ব্যারিস্টার হয়েছেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে নাতনির সঙ্গে বেশ কয়েক মাস কাটিয়েছেন। দাদির সঙ্গে সেই সান্নিধ্যের দিনগুলোর স্মৃতি নিশ্চয়ই বার বার মনে পড়ছে জাইমার।’

তিনি আরও লেখেন, ‘আজ জাইমা দাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সঙ্গে করে নিয়েছিলেন ফুল। দেখুন জাইমাকে, অবিকল যেন, খালেদা জিয়া।’