Image description

চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অন্তত ৩৪ জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন শারীরিক নির্যাতনের পর মারা যান।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

একই সময়ে ৩৮ জন গুলিবিদ্ধ বা শারীরিকভাবে আহত এবং ১৪ জন অপহরণের শিকার হয়েছেন; যাদের মধ্যে চারজনকে পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটকসীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরজুড়ে মব সন্ত্রাস আশঙ্কাজনক হারে বেড়েছে। কোনো প্রমাণ, তদন্ত বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সন্দেহ, গুজব সৃষ্টির মাধ্যমে মানুষকে মারধর ও হত্যা করা হয়েছে।

আসক বলছে, এসব ঘটনায় অনেক ক্ষেত্রেই আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে উদাসীনতার প্রবণতা লক্ষ করা গেছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই মব তৈরি করে হত্যা ও হেনস্তার ঘটনা ঘটেছে; যা দেশে আইনের শাসনের জন্য চূড়ান্ত হুমকিস্বরূপ এবং সমাজে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি করে।