আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সরদার মুজিব।
জানা গেছে, সরদার মুজিব কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলী সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
সরদার মুজিব জানান, নির্বাচনে জামায়াতে ইসলামের সঙ্গে তার লড়াই হবে।
এদিকে, সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে মাগফুর খাঁ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মিনহাজ খাঁর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, মাগফুর খাঁকে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে সরদার মুজিব ২৩ হাজার ৬০০ ভোট পেয়ে পরাজিত হন। এরপরে বিগত নির্বাচনগুলোতে অংশ নেননি তিনি।