Image description

কক্সবাজারের পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও ইউপির হিমছড়ির ঢালায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুনরায় গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুই জন অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ডাকাতের কবল থেকে রক্ষা পাওয়া এক সিএনজি যাত্রী জানান, তিনি ঈদগড়ের নেজামের সিএনজিতে রাতে ঈদগাঁও থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের সামনে থাকা সিএনজিটি চালাচ্ছিলেন ধুমছাকাটার জয়নাল।
উক্ত স্থানে পৌছানো মাত্রই সামনের সিএনজিটি থমকে গেলে দেখতে পান সামনের তিনটি টমটমে গণডাকাতি হচ্ছে। পরে তিনি সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই ডাকাত তাকে ধাওয়া করে। তবে অন্য যাত্রীরা ডাকাতের কবল থেকে রক্ষা পাননি।

পরে সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশ পৌঁছালে তিনিও তাদের সাথে ঘটনাস্থলে যান। ততক্ষণে ডাকাতরা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে পাহাড়ি বনের মধ্যে চলে যায়। পরে তিনি জানতে পারেন এক টমটম চালককে ব্যাপক মারধর করেছে এবং দুই যাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল ।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পাননি এবং রিপোর্ট লিখা পর্যন্ত কোন ভিকটিম লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ করেননি থানায়।