Image description
 

বেগমগঞ্জ'র কলেজ রোডে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসীরা হামলা করে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। 
ঘটনাটি ঘটেছে গতকাল প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী রাবেয়া প্রাইভেট হাসপাতালে। 

 

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে বলে হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের জানান।

সন্ধ্যায় ৫০-৬০ জনের একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর করে কাউন্টারে থাকা নগদ টাকা লুট করে নেয়। কি কারনে হামলা করা হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারেনি।

 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সুলতানা রাবেয়া খানম জানান, সন্ত্রাসীরা হাসপাতালে ঢুকে শুধু ভাঙচুর করেনি যাকে পেয়েছে তাকে পিটিয়েছে।স্টাফ,  রুগী, রুগীর স্বজন সহ যাদেরকে সামনে পেয়েছে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।  

 

রাবেয়া প্রাইভেট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু নাসের জানান, তিনি ওটিতে একজন রোগীর অপারেশনে ছিলেন, খবর পেয়েছেন নিচে কে বা কারা ভাঙচুর করছে। এই অবস্থায় তিনি বের হতে না পেরে স্থানীয় লোকজনকে ফোন দিলে তারা এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময়ের মধ্যে  হাসপাতাল ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গত কিছুদিন আগে ও একই কায়দায় হাসপাতালে ঢুকে ১২ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে জানায়।

সিসিটিভি ফুটেজ দেখে এলাকাবাসী সন্ত্রাসীদের চিনতে পেরেছ। পরে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।