বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় বেনাপোল দিয়ে স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে বুধবার সকাল থেকেই বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব ধরনের কার্যক্রমও স্থগিত রয়েছে।
শামীম হোসেন আরো জানান, সাধারণ ছুটি শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে নিয়মিত আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সাধারণ ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি হয়। একদিনের জন্য বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও এতে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।