বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আজ বুধবার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশে পৌঁছাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকার সংসদ প্লাজায় সমবেদনা জানাবেন।
শোক জানাতে আগত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল। সূত্র জানায়, জানাজার আগেই তাঁরা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে অবতরণের পর তাঁরা সরাসরি সংসদ প্লাজায় যাবেন। সেখানে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
এদিকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি বুধবার বেলা ১১টার দিকে গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে জানাজাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের বাসায় পৌঁছায়।
সেই সময় বাসা প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহের পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন তারেক রহমান।
এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার সুযোগ পান তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।
শীর্ষনিউজ