Image description

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা পেয়ে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সঙ্গে এম রিয়াজ হামিদুল্লাহ বৈঠকে বসবেন বলে জানা গেছে।

গহ দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল।

এসব ঘটনার জেরে নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসাসহ সব ধরনের সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ হাইকমিশন। এরই মধ্যে গত ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে।

এ পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই অভিযোগের প্রতিবাদ জানায় বাংলাদেশ। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। একইসঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানান।

বাংলাদে-ভারতর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ঢাকায় ডেকে আনা হলো দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে।

শীর্ষনিউজ