Image description
 

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

‎গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

‎পরিস্থিতি আশঙ্কাজনক হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

‎রাকিবের অকাল মৃত্যুতে পরিবারে চলছে মাতম। একই সঙ্গে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

নেতাকর্মীরা বলেন, রাকিব ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।