ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও কটাক্ষের শিকার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়াদের অন্যতম সফল এই দলপতির আকার-গড়ন নিয়ে কটাক্ষ করেছিলেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও রিশাভ পান্ত। এ ঘটনার জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন বুমরাহ ও পান্ত। খবর : ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
কলকাতায় গত মাসে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে দুজনেই ‘বামন’ বলেছিলেন।
ইএসপিএনক্রিকইনফোকে বাভুমা বলেন, ‘তারা নিজেদের ভাষায় আমার সম্পর্কে যা কিছু বলেছিল, সেটা আমি বুঝতে পেরেছি। পরদিনের (খেলা) শেষে রিশাভ পান্ত ও বুমরাহ আমার কাছে এসে ক্ষমা চেয়েছে; কিন্তু ক্ষমা চাওয়ার সময় আমি ঠিক বুঝতে পারছিলাম না তারা কোন বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করছে। পরে মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি।’ বুমরাহ ও পান্তর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই জানিয়ে বাভুমা আরো বলেন, ‘মাঠে যা হয়, তা মাঠেই থাকে। তবে বলা কথাগুলো ভুলে যাওয়া যায় না; বরং সেগুলোকে শক্তি ও প্রেরণা হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার আর কোনো রাগ বা ক্ষোভ নেই।’
উল্লেখ্য, কলকাতা টেস্টে বাভুমাকে একটি এলবিডব্লিউর আবেদনের সময় ‘বামন’ বলেছেন বুমরাহ ও পান্ত। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৩তম ওভারে বুমরাহর ডেলিভারি বাভুমার পায়ে লাগে। জোরালো আবেদন উঠলেও মাঠের আম্পায়ার সাড়া দেননি। সে সময় প্রোটিয়া দলপতির উদ্দেশ্য ‘বাওনা’ শব্দটি ব্যবহার করেন বুমরাহ, যার অর্থ ‘বামন’ বা ‘খাটো’ মানুষ।