নিজের ফেসবুক আইডিতে বিকাশ নম্বর দিয়ে নির্বাচনী তহবিলে আর্থিক সহযোগিতা চেয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী এমদাদুল হক মিল্লাত।
বুধবার (২৫ ডিসেম্বর) সহযোগিতা চেয়ে পোস্ট দেন তিনি। আজ বৃহস্পতিার পর্যন্ত ১৬৫ লাইক, ৮ জনের কমেন্টসসহ ১০টি শেয়ার হয়েছে এই পোস্টটি।
এমদাদুল হক মিল্লাত পোস্টে লিখেন, ‘সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সিপিবি পথ চলে। নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই, যার যার সাধ্য, সেটুকু আমরা গ্রহণ করব সম্মানের সাথে।’
এমদাদুল হক মিল্লাত সিপিবির জেলা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর আগে ১৯৯৯ সালে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
গতকাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এমদাদুল হক বলেন, ‘২০১৮ সালের নির্বাচনেও মানুষের সহযোগিতা নিয়েছিলাম, সে সময় কাছে এসে লোকজন নগদ টাকা দিতেন। ওই টাকার পরিমাণ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা। এবার বিকাশ নম্বর দিয়েছি।
আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ১২ হাজার ৩০০ টাকা অনুদান এসেছে। ১০০ থেকে শুরু করে যে যার মতো পাঠাচ্ছে। আশা করি, এবার আগের রেকর্ড ভাঙবে। এবারের নির্বাচনে আমি ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করেছি।’