আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন। গত সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এদিকে, তাজনুভা নির্বাচনের জন্য জনগণের সহায়তা চাইছেন। অনেকেই তাকে সহায়তা করছেন।
জনসাধারণের কাছ থেকে এ প্রাপ্তিকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তাজনুভা জাবীন। এ বিষয়ে তাজনুভা নিজের ফেসবুকে লিখেছেন, আমি শুধু কাঁদছিলাম।
এর মধ্যে তাজনুবা জাবীনের তহবিলে ৫ লাখ টাকা জমা হয়েছে। বিষয়টি জানিয়ে জাবীন বলেন, মাত্র ৭ দিন আগে আমি নির্বাচনী অনুদানের জন্য আপনাদের কাছে অনুরোধ রাখি। সেটা একটু আগে সোয়া ৫ লাখে উঠেছে। আমি প্রত্যেকটা পয়সার মর্যাদা রাখব। ওয়াদা।