মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন পিকআপচালকসহ আরও কয়েকজন।
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ আরো কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশার কারণে সড়কে সকাল থেকে যান চলাচলে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।