ঢাকা মেডিকেলে এক তরুণীর লাশ রেখে পালাল স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি। ওই তরুণীর গলায় কালো দাগ রয়েছে। তবে আনুমানিক ২৫ বছর বয়সী নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঘটে এমন ঘটনা।
হাসপাতালটির জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সন্ধ্যা ৬টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক লোক ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে ওঠায়। তখন রোগীকে ভিতরে নিয়ে যেতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেওয়া ওই লোক বলে, "আমার একজন লোক আসছে, সে আসার পর রোগী ভিতরে নিচ্ছি।" এরপর টানা ২ ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করতে থাকে। রাত সোয়া ৮টার দিকে কৌশলে সেখানে নিথর ওই তরুণীকে রেখে পালিয়ে যায় সে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। তার গলায় কালো দাগ রয়েছে। যে লোক তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, সে কৌশলে রেখে পালিয়ে গেছে। ওই তরুণীর মরদেহ মর্গে রাখা হয়েছে।