Image description
 
 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাংচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কাজী শাওন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলার যুগ্ম-সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, দ্রুত বিচার আইনে করা মামলায় শাওন কাজীকে আটক করা হয়েছে। শাওন সিআর ১১২/২৪ মামলায় পরোয়ানা ভুক্ত আসামী ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। আটকের পর শাওনকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।