Image description

বরিশাল নগরীতে রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরির অভিযোগ করেছে স্থানীয়রা। বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় শহরের আলেকান্দা রিফিউজি (খালেদাবাদ) কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকায় মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণে দুই গ্রুপ সক্রিয় রয়েছে। যারা প্রায়শই নিজেদের মধ্যে আধিপত্য জানান দিতে দা ও লাঠিসোটা নিয়ে এলাকায় মহড়া দিয়ে থাকে।

স্থানীয়রা আরও জানান, বুধবার সন্ধ্যা থেকে ওই দুই গ্রুপের মধ্যে মাদককে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। রাতে একটি গ্রুপ অস্ত্র ও দা হাতে নিয়ে এলাকায় মহড়া দেয়ার পাশাপাশি ফাঁকা গুলিও ছোড়েন। যদিও এতে কেউ হতাহত না হলেও দিনভর ওই এলাকায় শুনশান নীরবতা বিরাজ করতে দেখা গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার একটি ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন যুবক রিফিউজি কলোনির প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চারজন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অপরদিকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা। যদিও পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বুধবার রাতে গুলি বর্ষণের একটি সিসি টিভির ফুটেজ আমরা পেয়েছি। বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করেছি। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’