যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনার জন্য মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সেই করেছে চীনের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বৃহস্পতিবার কর্মীদের একথা জানান টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ। এই চুক্তির ফলে নিষেধাজ্ঞা এড়িয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যেতে পারবে টিকটক। খবর বিবিসির।
টিকটকে বিনিয়োগকারীদের মধ্যে থাকছে ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স। এর মধ্যে ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
চিউ জানান, এই জয়েন্ট ভেঞ্চারের এক-তৃতীয়াংশের মালিকানা থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের হাতে, আর প্রায় ২০ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের কাছেই। বর্তমান মার্কিন আইনে কোনো চীনা কোম্পানির জন্য এটাই সর্বোচ্চ অনুমোদিত শেয়ার।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বলা হয়েছিল। নতুবা প্রতিষ্ঠানটিকে নিজেদের সবচেয়ে বড় বাজারে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী খোঁজার জন্য টিকটককে জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই বিনিয়োগকারী খুঁজে নিয়ে নিষেধাজ্ঞা এড়াল তারা।
শীর্ষনিউজ