Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে হাদির রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে রফিক-জব্বার হল হয়ে ছাত্রী হলের সামনে দিয়ে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি- হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’ প্রভৃতি শ্লোগান দেন।

সমাবেশে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, আমরা অনেক সহ্য করেছি আর করব না। আমরা অনেক মার খেয়েছি কিন্তু এবার আমরা আর মার খাব না। এবার আমরা প্রতিরোধ করব। আমরা প্রতিশোধ নিব। আমরা হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। 

 

এ সময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের চিনতে পারেনি ভারত ও আমাদের চিনতে পারছে না। তারা ভেবেছে হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে। কিন্তু তারা জানেনা আমরা তিতুমীরের উত্তরসূরী। আমরা ভারতের বিরুদ্ধে আমাদের আধিপত্য বিরোধী যুদ্ধ চালিয়ে যাব। শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সমাপনী বক্তব্যে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, আমাদের লড়াই চলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের দেশের ৫৬ হাজার বর্গমাইলে কোন আধিপত্যবাদী থাবা পড়তে দিব না। আমরা হাদির ফেলে যাওয়া কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ

 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ভিপি আবদুর রশিদ জিতু। এ সময় সবাই ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের জন্য শপথ নেন।