Image description
 

লালমনিরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির দুই নেতাকে বহিষ্কার করার পরদিনই শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্ডলীর সদস্য রেজোয়ান হোসেন এবং বুড়িমারী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির বহিষ্কৃত ওই দুই নেতা শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।

 

লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা জামায়াতে যোগ দেন। এ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 
 

আলোচনা শেষে বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা শতাধিক নেতাকর্মীকে দলের সদস্য ফরমে স্বাক্ষর নিয়ে ফুল দিয়ে দলে যোগদান করে নেন জামায়াতের নেতৃবৃন্দ।

 

জামায়াতে যোগ দেওয়া বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য রেজোয়ান হোসেন জানান, তুচ্ছ কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম শুধু একটি দল নয়, এটি ভালো মানুষ গড়ার কারিগর। আমরা নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দল করি। আমাদের কাছে সব নেতাকর্মী নিরাপদ।