Image description

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছে। তবে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন তার চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এখনো বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ।

সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকদের বরাত দিয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ওসমান হাদির স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ডা. আহাদ কথা বলেন। এ সময় তিনি বলেন, কিছু মহল থেকে তাকে সিঙ্গাপুরের বাইরে ইউকে বা যুক্তরাষ্ট্রে নেওয়ার আলোচনা শোনা গেলেও সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এখনো বাস্তবসম্মত নয়। কারণ, দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার আছে কি না—সেটিও একটি বড় প্রশ্ন। এ ক্ষেত্রে পরিবারের মতামত ও সম্মতিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সিঙ্গাপুরেই আপাতত চিকিৎসা চলবে জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, বর্তমানে সিদ্ধান্ত হয়েছে, হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হসপিটালেই চলবে এবং তা থাকবে কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায়। নিয়মিত ইনভেস্টিগেশন ও ক্লোজ মনিটরিং করা হচ্ছে। তবে প্রতিদিন আলাদা করে জানানোর মতো নতুন কোনো অগ্রগতি নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. আব্দুল আহাদ জানান, আজকেও শরিফ ওসমান হাদির সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে ইসকেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, লাংস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুট আগের মতোই সাপোর্টের মাধ্যমে হচ্ছে।

তিনি আরও বলেন, হাদির ব্রেনের মধ্যে গুলির ছোট অংশ রয়ে গেছে, সেটার জন্য নতুন করে অপারেশন লাগবে কি না বা সেই অপারেশনের জন্য তাকে যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না; সে বিষয়ে আলোচনা চলছে।

 

ডা. আহাদ বলেন, আমরা বলতে চাই তার যে জায়গায় গুলির অংশটা রয়েছে, সেটি অপারেশন করলে নতুন করে ডেভলভমেন্ট হবে, সেটি এখনও বলা যায়। এছাড়া তার শরীর জার্নির ধকল নিতে পারবে কি না সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে এবং তার পরিবারের ইচ্ছের একটা বিষয় আছে

তিনি আরও বলেন, সবাই তার জন্য দোয়া করবেন, কোনো গুজবে কান দেবেন না।