Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সল করিম মাসুদের উদ্দেশে দেশের জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে কিবরিয়া বলেছেন, উত্তম আর অধম কাকে বলে দুনিয়াতেই দেইখা গেলি।

‘হাদির শ্যুটার এর বাপ-মা, পরিবার গ্রেফতার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এরকম কেসে এটা একটা ভালো পদক্ষেপ। তুই ইন্ডিয়াতে থাক আর তোর বাপ-মা, পরিবার জেলে থাকুক।’

ফয়সল করিম মাসুদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোর চৌদ্দগুষ্টি কোনদিন তোর পরিচয় দেবে না। তোর বাপ-মাও প্রতি মুহূর্তে আক্ষেপ করতেছে তোরে দুনিয়া তে আইনা। উত্তম আর অধম কাকে বলে দুনিয়াতেই দেইখা গেলি।’