রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের সদস্য হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফসহ (৪৬) তার তিনজন সহযোগীকে গ্রেফতার করেছে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-১।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৪৬), সাইফুল ইসলাম (৩৭) ও মো. আমির হোসেন ফিরোজ (৪৭)।
র্যাব-১ জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানবনবন্ধনে অংশগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পূর্ব এলাকার ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় জুলাই রেভেলসের প্রধান কার্যালয়ের সামনে অলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এবং জুলাই রেভেলসের সদস্য ইউসুফ আলী রেদোয়ানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্বর জখম, অফিস ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় জুলাই রেভেলসের সদস্য ইউসুফ আলী রেদোয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব-১ আরও জানায়, আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফের নামে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টিরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের উত্তর পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।