Image description

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক জন খুন হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই আনোয়ার হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিরের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আজ দুপুরে আবারও রসুন ক্ষেতে মুরগি ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার হোসেন ইমাম জানান, নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।