Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয়ার ঘটনায় উত্তেজনার মধ্যেই মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও মিছিলে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটকে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দিতে দেখা গেছে তাদের।

উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়া হয়। এরপর ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে তারা। এ ঘটনার লাইভ সম্প্রচারও করা হয়েছে তকির ফেসবুক আইডি থেকে।

জানা গেছে, তকিবুল হাসান চৌধুরী তকি বিএনপি মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য প্রার্থী। রাত ৮টার পরে আরেকটি লাইভে প্রধান ফটক ত্যাগ করতে দেখা যায় বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের।

এদিকে জিরো পয়েন্টে অবস্থানকালে ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, ফতেপুরে হবে না’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘তারেক রহমান, রহমান তারেক’, ‘মীর হেলালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।