Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে । বাংলাদেশ সময় ৬টা ৫০ মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌছায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে।

ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি শুরু থেকে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে মিলে চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্স।

শীর্ষনিউজ