দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশ মধ্যে রাতে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ২৮ পিচ ট্যাবলেটসহ বেলাল হোসেন (৩২) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা ৫০ মিনিটে পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন। গ্রেফতারকৃত আসামী পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) মৃত আয়নাল হক এর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, জেলা সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আমার থানা এলাকায় পরেয়ানা তামিল ও মাদক অভিযান অব্যাহত রয়েছে। রাতে অভিযান পরিচালনাকলীন এস আই মো. সুজা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উওর বাসুদেবপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার নিজ বাড়িতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় আসামির বাড়ীতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিত টের পেয়ে আসামি পালাতে সঙ্গীয় ফোর্স পুলিশের ধরা পড়ে। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আসামি নিজ হাতে তার ডান পকেট থেকে ২৮ পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বাহির করে এবং পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।