Image description

বিএনপিকে ঠেকাতে মানুষকে উসকানি দিতে এক শ্রেণির বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এক শ্রেণির লোক বুদ্ধিজীবী দাবি করেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দেশ কিভাবে আগাবে সেই কথা বলেন না তারা। বিএনপি ঠেকাও বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেছে, তারা দলদাস, মানুষকে উসকানি দেয়, ভাষণ-বক্তব্য দিয়ে বেড়ায়।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারিনি আমরা। যে চক্রান্ত শুরু হয়েছে, তাতে দেশ ঘুরে দাঁড়াবে- সেই সম্ভাবনা কঠিন হয়ে উঠেছে।

বিএনপির এ নেতা বলেন, গুলি করার কাজ যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা বলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে আগামী নির্বাচনে। কার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাকি নতুন প্রজন্মকে? 

তিনি আরও বলেন, বিএনপি সব রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চায়। কিন্তু যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবে, বিএনপি তাদের প্রতিরোধ করবে।