Image description

খুলনার জোড়াগেট এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এখানে অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হতো। নগরের এত কাছে অস্ত্রের কারখানা থাকাটা উদ্বেগজনক বলে জানিয়েছে প্রশাসন।

গতকাল শনিবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার একটি টিম কারখানাটিতে অভিযান চালায়।

কেএমপির ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ওই এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, ছাঁচ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, নগরের এত কাছে অস্ত্রের কারখানা থাকা অত্যন্ত উদ্বেগজনক।

ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, অস্ত্র তৈরির কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। জোড়াগেট এলাকায় অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হলেও চূড়ান্ত সংযোজন করা হতো অন্য একটি স্থানে। এসব অস্ত্র খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সন্ত্রাসী ও জলদস্যু চক্রের কাছে সরবরাহ করা হতো। অভিযান অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযান সম্পন্ন হওয়ার পর বিস্তারিত জানাবেন গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা।