Image description
 

কুষ্টিয়ায় বিষধর সাপের কামড় খেয়ে সেই সাপকেই জীবিত ধরে হাসপাতালে নিয়ে আসেন কুদ্দুস আলী শেখ (৬৫) নামে এক কৃষক। সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে চিলমারী চরে ফসলের ক্ষেতে যাওয়ার সময় কলাবাগানের পাশে সাপে কাটে ওই কৃষককে। চিকিৎসকরা সাপটিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ বা চন্দ্রবোড়া বলে নিশ্চিত করেছেন।

সাপের কামড়ে আহত কৃষক কুদ্দুস আলী বলেন, ছোবল দেওয়ার পরে কি সাপ সেটা বোঝার জন্য একটি লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে। এরপর বাড়িতে খবর দিলে সন্তানরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই সময় সাপটিকে একটি কৌটায় ভরে নিয়ে আসা হয়।

পরে দায়িত্বরত চিকিৎসক সাপটি দেখে দ্রুত কৃষককে এন্টিভেনম দেন।

 

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কৃষক বর্তমানে সুস্থ আছেন। তবে কামড়ের স্থানে এখনো ফোলা ও ব্যথা অনুভব করছেন।