Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আপত্তিকর ছবি সংগ্রহ করে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগে সোয়াইব ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের সূত্রে নুর মোস্তফা নামে এক যুবকের সঙ্গে ওই কলেজছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় কৌশলে ছাত্রীটির কিছু স্পর্শকাতর ছবি সংগ্রহ করে নুর মোস্তফা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই ছবি ব্যবহার করে তাকে প্রতারণা শুরু করে মোস্তফা।

পরে সোয়াইব ইসলাম সেই ছবিগুলো ছাত্রীটির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একান্তে সময় কাটানোর চাপ দিতে থাকে এবং চাঁদা দাবি করে। দাবি না মানলে ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে বরিশাল মালটি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর সহায়তায় ভুক্তভোগী আইনি সহায়তা পান।

কাউনিয়া থানার সহকারী কমিশনার পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়েছে এবং আরো তথ্য যাচাই করা হচ্ছে। মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে।