আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের অন্তত দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম যে কোনো সময় পদত্যাগ করবেন বলেও জানা গেছে। এর বাইরেও দু-একজনের পদত্যাগ করার গুঞ্জন রয়েছে।
আজ সন্ধ্যায় বা আগামীকাল ভোটের তফসিল হওয়ার কথা রয়েছে। সে হিসেবে কউ কেউ আজই পদত্যাগ করতে পারেন বলেও একাধিক সূত্র জানায়। নাম প্রকাশে অনচ্ছিুক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসিফ মাহমুদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার যেহেতু তফসিল ঘোষণা করা হবে, সেজন্য বুধবার তিনি পদত্যাগ করবেন। তবে মাহফুজ আলমের পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। উপদেষ্টা পরিষদের
অপর এক সদস্য জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিতও করা হয়েছে। উপদেষ্টারা ভোটের তফসিলের পরে নমিনেশন জমা দেওয়ার আগ পর্যন্ত পদত্যাগ করতে পারবে বলে জানা গেছে। যদিও এর আগে উপদেষ্টারাই বলেছেন, যারা ভোটে অংশ নেবেন বা নিতে চান তারা ভোটের তফসিলের আগেই পদত্যাগ করবেন। উপদেষ্টা পরিষদ থেকে দু-তিন জন পদত্যাগ করলে সেখানে নির্বাচনের আগে নতুন মুখ দেখা যেতে পারে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লিখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বলে জানা গেছে। কোথায় নির্বাচন করবেন সেটি তারা ভিতরে ভিতরে চূড়ান্ত করেছেন। যদিও এ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো আসনের কথা বলেনি। তবে পদত্যাগের পর আনুষ্ঠানিক আসনের নাম ঘোষণা করবেন।
দায়িত্বশীল সূত্রগুলো জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ পদত্যাগপত্র জমা দিতে পারেন। তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমেরও পদত্যাগের প্রস্তুতি আছে। তবে সেটি আজই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচন করলে নমিনেশন জমা দেওয়ার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছে সূত্রগুলো। গত কয়েকদিন বিভিন্ন ঘরোয়া আলাপ-আলোচনায় ছিল এই দুই উপদেষ্টার নাম।
নভেম্বরে এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। তিনি আরও বলেন, এমন কোনো আইন নেই যে, উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব তা এখনো ঠিক করিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন।
এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এ আসন থেকেই নির্বাচন করবেন। এর আগে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কবে পদ ছাড়ব, তা এখনো জানি না।