Image description

গাজীপুর-৬ সংসদীয় আসনের জটিলতা নিরসনে হাইকোর্টের আপিল বিভাগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার শুনানিতে আপিল আদালত দুপুরে মুলতবি ঘোষণা করে আজ বুধবার আবার শুনানির দিন ধার্য করেছেন। এদিকে মঙ্গলবার আপিল আদালতে শুনানি শুরুর খবরে গাজীপুরে উদ্বেগ উৎকন্ঠায় থাকা হাজার লাখো ভোটারের মনে স্বস্তি নেমে আসে। অন্য আপিল মামলার শুনানি শুনতে শুনতে গাজীপুর-৬ আসনের শুনানির সিরিয়াল না আসায় গত ৪ বার আপিল শুনানি পিছিয়ে যায়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে শুনানি হয়কিনা এমন শংকায় ব্যাপক উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয় টঙ্গী গাজীপুরের পুরো জেলা জুড়ে। অবশেষে মঙ্গলবার শুনানির খবরে টঙ্গী গাজীপুরে আনন্দের বন্যা বইছে।

হাইকোর্টের রায়ে বাতিল হওয়া গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন ফিরে পেতে নির্বাচন কমিশনের করা আপিল মামলার শুনানি মঙ্গলবার শুরু করেন আপিল বিভাগের পূর্ণ বেঞ্চের বিচারকগণ।মঙ্গলবার দুপুরে শুনানি মুলতবি করে আবার কাল শুনানি ও রায়ের জন্য রাখা হয়েছে গাজীপুর্-৬ আসন। প্রধান বিচারপতির গঠন করে দেয়া ফুল বেঞ্চের ৫ জন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব শুনানিতে অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার প্রথম দিনের শুনানি দুপুরে মুলতবি করে আগামীকাল পুনরায় শুনানি করার জন্য রাখা হয়েছে। গাজীপুর-৬ সংসদীয় আসনের বিএনপির সম্ভ্যাব্য প্রার্থী এবং শুনানিতে পক্ষভুক্ত প্রফেসর বসির উদ্দিন হাইকোর্ট থেকে জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম বলেন, গাজীপুর-৬ আমাদের অস্তিত্ব, রায়ে গাজীপুর-৬ বহাল থাকবে ইনশাআল্লাহ। আবদুর রহমান কালা বলেন, গাজীপুর-৬ আসনের ভোটাররা রায়ের অপেক্ষায় আছেন। গাজীপুর জেলার বিএনপির শীর্ষ মুরুব্বি সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-৬ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাপ্পু সরকার বলেন, গাজীপুর-৬ আসন বহাল থাকবে ইনশাআল্লাহ। সালাহউদ্দিন সরকার বলেন, আমাদের পরিশ্রম বৃথা যাবে না, রায়ে গাজীপুর-৬ আসন বহাল থাকবে। 

টঙ্গী গাছা পূবাইল থানার আংশিক নিয়ে গঠিত গাজীপুর-৬ নয়া সংসদীয় আসনের হাজার লাখো ভোটার ও জনসাধারণ অধির আগ্রহে অপেক্ষা করছেন আপিল শুনানির পর রায় শোনার জন্য। আপিলের রায়ে নির্ধারিত হবে গাজীপুর-৬ সংসদীয় আসনের ভাগ্য! যদিও হাইকোর্টের রায়ে বাতিল হওয়া গাজীপুর-৬ সংসদীয় আসন আপিল বিভাগে স্হগিত হওয়ার গাজীপুর-৬ আসন এখনও বহাল আছে। নির্বাচন কমিশন দেশের সংসদীয় ৩শ' আসনের সীমানা নির্ধারণের সময় বাগেরহাটের একটি সংসদীয় আসন কেটে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসনের গেজেট প্রকাশ করে। ওই গেজেটের বিরুদ্ধে এবং বাগেরহাট সংসদীয় আসন ফিরে পেতে বাগেরহাট প্রেসক্লাব হাইকোর্টে রিট করলে গাজীপুর-৬ সংসদীয় আসন বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। নির্বাচন কমিশন গাজীপুর-৬ আসন বাতিলে হাইকোর্টে আপিল করে। আপিলে পক্ষভুক্ত হন গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরাও।

এদিকে নির্বাচন কমিশন গাজীপুর-২ সংসদীয় আসনের সীমানা থেকে টঙ্গী গাছা ও পূবাইল থানার আংশিক কেটে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন ঘোষণার পর বিএনপি জামায়াতসহ নানাজন তাদের প্রার্থীতা ঘোষণা করে এখানে। গাজীপুর-৬ সংসদীয় আসন আইনি জটিলতার মুখোমুখিতে পড়ায় এই আসনে এমপি পদের ঘোষিত প্রার্থীরা গাজীপুর-২ আসনে আর যেতে পারছেন না, কারন গাজীপুর-২ আসনে সব দলের দলীয় প্রার্থী অনেক আগেই ঘোষণা করা হয়ে গেছে। আপিল শুনানির রায়ে যদি গাজীপুর-৬ আসন বাদ পড়ে যায় তাহলে গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের মাথায় হাত পড়বে? গাজীপুর-৬ সংসদীয় আসন থাকবেকি-থাকবেনা এমন নানা শংকা আশংকায় উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে পুরো গাজীপুর জেলা জুড়ে। তারপরও আপিল শুননি শুরু হওয়ায় স্হানীয়দের মনে আনন্দের বন্যা বইছে, সবার আশা গাজীপুর-৬ সংসদীয় আসন আপিলের রায়ে বহাল থাকবে।