শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে। এই আদেশে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে (কমপক্ষে দুই হাজার টাকা) বর্ধিত বাড়িভাড়া অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, শিক্ষা মন্ত্রণালয় সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়াসহ স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের জিও জারি করেছে। তিনি এই ঘোষণাকে "বাড়িভাড়ার নতুন যুগে এমপিওভুক্ত শিক্ষকরা-কর্মচারীরা" বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত অক্টোবরে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠিতে জানায় যে, বাজেট সীমাবদ্ধতার কথা বিবেচনা করে ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এরপর, ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হবে।