Image description
 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ মারা গেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।

 

ডা. মঈন উদ্দিন জীবদ্দশায় গুম হওয়া ছেলের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষবেলাও ছেলের সঙ্গে বাবার দেখা হলো না। ডা. মঈন উদ্দিন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাবা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক।