Image description
 

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন প্রবাসে থাকা আমিনুলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আজিজ সিদ্দিকীর মেজো ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোরশেদ এলাহী অঞ্জন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে জীবিকার তাগিদে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিস্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

 

শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মির্জাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোড়াইল গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ কালবেলাকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এক সপ্তাহের মধ্যে আমিনুলের মরদেহ দেশে আনা হবে।