বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে না পারায় পুরো প্রক্রিয়া একদিন পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল শুক্রবার সকাল ১০টায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও লন্ডনে নেওয়ার প্রস্তুতি ঘিরে সারাদিন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তার চিকিৎসায় সহায়তা ও খোঁজখবর নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ঢাকায় এসে পৌঁছেছেন।