Image description
 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার কিছু আগে তারা হাসপাতালে আসেন।

গত ১২ দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন, জানান উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে।