Image description
 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দোহা থেকে বিএনপিকে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কাতার ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলেছে বিএনপি। তারাও এয়ার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়েছে।