Image description
 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে।

 
 

বৃহস্পতিবার বিকেল তিনটায় এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার পর পরই দলীয় নেতাকর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

এ প্রতিক্রিয়া ব্যক্ত করে শাল্লা উপজেলা বিএনপির সদস্য সাইফুর রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছেন তিনি শুধু একজন নেতাই নয়। তিনি একটি প্রতিষ্ঠান ও হাজারো নেতাকর্মী গড়ার কারিগর। নাছির উদ্দীন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি বিএনপিকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রোমান আহমেদ বলেন, আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ধরনের বিবেদ নেই। সকলেই সম্মিলিতভাবে নাছির উদ্দীন চৌধুরীকে বিজয়ী করাতে বলে মনে করেন তিনি।