Image description

গুম-নির্যাতনের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তার ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ফলে সেনা কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে। বুধবার দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

 

এর আগে আজ বুধবার (৩ ডিসেম্বর) আওয়ামী শাসনামলে সমন্বিত গোপন বন্দিশালা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুমের ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।