Image description

আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি নিশ্চিত যে ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, আমি গভীরভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যেই জানিয়েছে যে জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনার দণ্ডের পর তাকে প্রত্যর্পণের অনুরোধ তারা বিবেচনা করছে।’

তিনি লিখেন, ‘আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থকরা রয়েছে। তবুও আমি ক্রমশ আরও নিশ্চিত হচ্ছি যে ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অভিযোগিত অপরাধগুলো যত বেশি প্রকাশ্যে আসছে, ততই গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে।’

তিনি আরও লিখেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত টাকা-খরচই করুক না কেন, চিরকাল জবাবদিহি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা একটি জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতে দৃঢ় ও মনোযোগী থাকি, তবে অপরাধীদের পক্ষে পরিণতি থেকে পালিয়ে থাকা ক্রমেই কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়েই শুরু হবে এবং তারপর…’