Image description

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামে ফারজানা (১৬) নামে এক কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যা করেন তিনি।

পরিবারের লোকজন জানান, পড়াশোনার চাপ দেয়ায় রাগে-অভিমানে ফারজানা এই আত্মহত্যার মতো ভুল পথ বেছে নেয়। ফারজানার চাচী রুনা আক্তার আর জানান, আমরা ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় 'দম' ছিলো মনে হয় । কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

জানা গেছে, নিহত ফারজানা আত্মহত্যার আগে তার খাতায় অভিমানের কয়েকটি লাইন লিখে গেছে (যদিও কোথাও তার নাম উল্লেখ নেই) ! । সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল । তার বাবা আমিনুল ইসলাম ওরফে আলীমোল্লা একজন মালয়েশিয়া প্রবাসী ।

এ বিষয়ে কেন্দুয়া থানার  অফিসার ইনচার্জ মিজানুর রহমান  জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।