Image description

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল, মশারিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবারও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি বিদেশি এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি-বিদেশি এনজিওগুলো বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্থাপনসহ আর্থিক সহায়তা দিবে।