আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আগামীকাল বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এ কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন তারা। এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের একাধিক সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ‘ইউনিটি অব টিচার্স’-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকালকের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এবার আমরা দাবি আদায় করেই ছাড়ব। শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। এভাবে চলতে দেওয়া যায় না। শিক্ষকরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবেন।’
কারিগরি শিক্ষক নেতা মো. রাশেদ মোশাররফ বলেন, ‘এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আলাদা গনবিজ্ঞপ্তির দাবিতে ঢাকায় যাচ্ছি। অন্য শিক্ষকরাও আসছেন। শেষবারের মতো আমরা আন্দোলনে নামছি। এবার না হলে আজীবনেও এই কষ্ট শেষ হবে না।’
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ তৈরির লক্ষ্যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।