Image description

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে।

সোমবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুচকাওয়াজে নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি পুরস্কার বিতরণ করেন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে।

একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীর নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে নবীন নৌ সেনাদের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নবীন নাবিকসহ সব নৌ সদস্যকে নিজেদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতেও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি স্মরণ করেন গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং হাসান আলী তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১৭ জন নবীন নাবিক দীর্ঘ ২২ সপ্তাহ কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন। নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদরদপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।