Image description

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় মো. সোহাগ আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাতে লংগরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উপজেলার পূর্ব খড়িয়া এলাকার মো.আব্দুর রহমানের ছেলে হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে মো. সোহাগ আলীর নামে থানায় মামলা করেন। ওই মামলার গ্রেপ্তার করে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সোহাগকে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে কটূক্তিকারী সোহাগের সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীবরদী পৌর শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে মো. সোহাগ আলীর কঠোর শাস্তির দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

শ্রীবরদী থানার ওসি রবিউল আজম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’