নিখোঁজের তিনদিন পর নিজ বাড়ির উঠানের গর্ত থেকে আশরাফ মিয়া ফকির (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব টেমাপাড়ার মৃত ফরিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, তিনদিন ধরে আশরাফ মিয়া নিখোঁজ ছিলেন। রোববার সকালে বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শীর্ষনিউজ